ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নেত্রকোনায় নৌকার প্রার্থী প্রশান্ত কুমার রায়

প্রকাশিত: ০৭:০৩ এএম, ২৬ নভেম্বর ২০১৬

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নেত্রকোনায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নেত্রকোনার সাবেক পৌর মেয়র প্রশান্ত কুমার রায়।

শুক্রবার রাতে গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় জেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

দলের মনোনয়ন পাওয়ার পর প্রশান্ত কুমার রায় জাগো নিউজকে বলেন, আমি ছাত্রজীবন থেকেই জনগণের সেবা করেছি। পৌরমেয়র হিসেবে জনগণের পাশে ছিলাম। এখন প্রধানমন্ত্রী জননেত্রী  শেখ হাসিনা আমাকে  জেলা পরিষদ নির্বাচনেও মনোনীত করেছেন আমি তাঁর আস্থা ও বিশ্বাস ধরে  রেখে মানুষের কল্যাণে কাজ করবো।

প্রশান্ত কুমার রায় ১৯৮৫-৮৯ জেলা ছাত্রলীগের দফতর সম্পাদক, ১৯৮৯-৯১ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ১৯৯৫-২০০২ পর্যন্ত জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক সেক্টর কমান্ডারস ফোরাম জেলা কমিটিসহ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। নেত্রকোনা পৌরসভার সাবেক পৌরমেয়রও ছিলেন তিনি।

কামাল হোসাইন/আরএআর/এমএস