ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়া জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের সংখ্যাগরিষ্ঠতা

প্রকাশিত: ১১:১৮ এএম, ২৬ নভেম্বর ২০১৬

বগুড়া জেলা অ্যাডভোকেট বার সমিতি নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল সাধারণ সম্পাদকসহ ৯ পদে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্য দিকে আওয়ামী আইনজীবী প্যানেল সভাপতিসহ ৪টি পদে জয়ী হয়েছে।

শুক্রবার রাতে নির্বাচন পরিচালনা কমিটি ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল ৭টা থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে আওয়ামী আইনজীবী প্যানেল থেকে লুৎফে গালিব আল জাহিদ, সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল থেকে মোজাম্মেল হক নির্বাচিত হয়েছেন।

জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল থেকে অন্যান্য পদে নির্বাচিতরা হচ্ছেন, সহ-সভাপতি রহমত উল বারী তালুকদার, যুগ্ম-সম্পাদক মোসলেম উদ্দিন, লাইব্রেরি ও সমাজকল্যাণ সম্পাদক পদে এনামুল হক পান্না, ম্যাগাজিন ও ক্রীড়া সম্পাদক  হেলাল উদ্দিন প্রাং, সদস্য  রুহুল আমিন, আসিফ ইমরান, রাশেদুল আলম সবুজ এবং মনির হোসেন।

আওয়ামী আইনজীবী প্যানেল থেকে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি হাবিবুর রহমান, যুগ্ম-সম্পাদক উত্তম কুমার এবং সদস্য নুরে আলম সিদ্দিকী ফটিক। নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট বিনয় কুমার ঘোষ রজত। এতে ভোটাধিকার প্রয়োগ করেন ৬৬১ জন ভোটার।

লিমন বাসার/এএম