চলন্ত ট্রেনের ৪টি বগি বিচ্ছিন্ন
ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলন্ত অবস্থায় ঢাকাগামী আন্তঃনগর মহানগর গোধূলী এক্সপ্রেস ট্রেনের চারটি বগি বিচ্ছন্ন হয়ে গেছে।
শনিবার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। এ ঘটনার পর থেকেই ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত সোয়া ৮টার দিকে আশুগঞ্জ স্টেশনে ঢাকাগামী মহানগর গোধূলি এক্সপ্রেস ট্রেনটির চারটি বগি বিচ্ছন্ন হয়ে পড়ে।
ট্রেনটি মেঘনা সেতু অতিক্রম করে ভৈরববাজার জংশনে চলে যাওয়ায় বিচ্ছিন্ন হওয়া বগিগুলো ট্রেনের সঙ্গে সংযুক্ত করতে ট্রেনটিকে পুনরায় আশুগঞ্জ স্টেশনে আনা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হবে বলেও জানান তিনি।
আজিজুল সঞ্চয়/এএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অন্যের জমিতে নির্বাচনি অফিস, দাঁড়িপাল্লার প্রার্থীকে শোকজ
- ২ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা
- ৩ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ৪ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন
- ৫ ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন