ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শিশু দেখলেই তেড়ে কামড়াতে আসে রাজন

প্রকাশিত: ০২:৫৮ এএম, ২৭ নভেম্বর ২০১৬

শিশু দেখলেই রাজন তেড়ে এসে কামড়াতে থাকে। তাই দিনের বেশিরভাগ সময়ই তাকে বেঁধে রাখতে হয়। আর ছাড়লেও চোখে চোখে রাখতে হয়। অথচ এ বয়সে তার কাঁধে ব্যাগ ও বই-খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা ছিল।

এমন অবস্থায় রিকশাচালক বাবা হৃদয় মিয়া অর্থাভাবে ডাক্তার না দেখাতে পেরে শিশু রাজনকে নিয়ে হতাশায় দিন কাটাচ্ছেন।

রাজনের বাবা হৃদয় মিয়া দুঃখ করে জাগো নিউজকে জানান, রাজনকে ছেড়ে দিলে এদিক-সেদিক অজানা পথে চলে যায়। কিংবা গ্রামের অন্য শিশুদের কামড়ে মারাত্মক আহত করে। ফলে বাধ্য হয়ে প্রতিদিন বাড়ি সংলগ্ন একটি গাছের সঙ্গে রশি দিয়ে তাকে বেঁধে রাখতে হচ্ছে।

রাজনের (৬) জন্ম ফরিদপুর জেলায়। তবে জন্মের পর থেকে সে তার মায়ের সঙ্গে কচুয়া হোসেনপুরে নানার বাড়িতে বেড়ে ওঠে। দেখতে শুনতে অনেকটা স্বাভাবিক মনে হলেও জন্মগতভাবেই সে একটু ভিন্ন রকম। কথা বার্তা একটু তোতলীয়ে বলে। কাছে এসে কথা বললে তাকে অনেকটা স্বাভাবিক মনে হয়।

রাজনের মামা ইমাম হোসেন জাগো নিউজকে জানান, রাজনের বাবা হৃদয় মিয়া একজন রিকশাচালক। রিকশা চালিয়ে অর্থ উপার্জন করে রাজনের চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না।

এ অবস্থায় তার পরিবার প্রশাসনসহ সমাজের বিত্তবান লোকদের কাছে রাজনের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা কামনা করেছেন।
 
ইকরাম চৌধুরী/এফএ/এমএস