ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মদপানকালে উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ আটক ২

প্রকাশিত: ১০:৩৮ এএম, ২৭ নভেম্বর ২০১৬

সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের কাউন্সিল এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার বিকেল ৩টায় তাদের আটক করা হয়।

আটকরা হলেন, ইসলামকাটি ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ও ঘোনা গ্রামের মৃত. ইসারউদ্দীন মোড়লের ছেলে ময়েজউদ্দীন মোড়ল।

নাম প্রকাশ না করা শর্তে এক ব্যক্তি জানান, তালা থানার এএসআই মোহন কাউন্সিলের পাশে বাংলালিংক টাওয়ার অফিসের মধ্যে বসে ইয়াবা সেবনরত অবস্থায় হাতেনাতে তাদের আটক করে নিয়ে গেছে।

তবে আটকের ব্যাপারে তালা থানার এএসআই মোহন জাগো নিউজকে বলেন, এই বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

আকরামুল ইসলাম/এআরএ/পিআর