ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিস্ফোরকসহ উল্লাপাড়ায় সন্ত্রাসী গ্রেফতার

প্রকাশিত: ০২:০৯ পিএম, ২৭ নভেম্বর ২০১৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাঁচটি ককটেল ও বোমা তৈরির সরঞ্জামসহ হায়দার আলী (৩৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলার পঞ্চক্রোশী আলী আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের মাঠে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আটক হায়দার আলী রায়গঞ্জ উপজেলার চরকালিগঞ্জ গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

বিকেলে উল্লাপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কউশিক আহমেদ জানান, হায়দার একটি ব্যাগে করে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ককটেল ও বিস্ফোরক দ্রব্য নিয়ে পঞ্চক্রোশী আলী আহম্মেদ উচ্চ বিদ্যালয় এলাকা থেকে কামারখন্দ উপজেলার দিকে যাচ্ছিলেন। পরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হায়দার আলীকে আটক করে। তার বিরুদ্ধে থানায় ছয়টি নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এআরএ/পিআর