ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় বাসের ধাক্কায় নিহত ২

প্রকাশিত: ০৬:৪৫ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৫

বগুড়ার নন্দীগ্রামে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত আটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই যাত্রী।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া নাটোর সড়কের পৌর কৈপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত দুজনই পুরুষ। তাদের বয়স ৩০-৩৫ বছর হবে।

স্থানীয়রা জানায়, বসুন্ধরা নামের একটি যাত্রীবাহী বাস বগুড়া থেকে নাটোর যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে অটোরিকশার দুমড়েমুচড়ে যায়।   এতে নিহত হয় দুজন। আহত হয়েছেন দুইজন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এআরএস/এমএস