ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সৌদি আরবে অগ্নিকাণ্ডে বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত: ১২:২৭ পিএম, ২৮ নভেম্বর ২০১৬

সৌদি আরবের দাম্মাম শহর এলাকায় একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি মো. আবদুস শহিদ (৩৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আবদুস শহিদ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরআবাবিল গ্রামের নুরুল ইসলামের ছেলে।

সোমবার (২৮ নভেম্বর) বিকেলে সৌদি আরব থেকে নিহতের শ্যালক সৈয়দ আহাম্মদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের ছোট ভাইয়ের স্ত্রী তাহামিনা আক্তার জানান, কাজ চলাকালীন সোফা তৈরি কারাখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আবদুস শহিদ কারখানার ভেতরে কর্মরত ছিলেন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

কাজল কায়েস/এএম/পিআর