ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যুদ্ধাপরাধের অভিযোগে কেন্দুয়ায় ৩ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০১:৪৩ পিএম, ২৮ নভেম্বর ২০১৬

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে লিপ্ত থাকার অভিযোগ এনে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার তিনজনের বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, সোমবার কেন্দুয়ার ৬নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. লেহাজ উদ্দিন বাদী হয়ে ২৭ তারিখে মামলাটি করেন। মামলায় অভিযুক্তরা হলেন, হযরত আলী (৭০), তার সৎ ভাই আব্দুর রহমান (৬০) ও হামিদুর রহমান (৬০)।  

নেত্রকোনা বার কাউন্সিলের সাবেক সম্পাদক অ্যাড. মো. শহীদুল্লাহ জাগো নিউজকে জানান, ১৯৭১ সনে পাক-বাহিনীর দোসর হিসেবে তিনজনই কাজ করতেন। এ কাজে বাদীর বাবা মৃত আব্দুল মোতালেব বাধা প্রদান করেছিলেন। এরই জেরে আসামিরা ১৯৭১ সালের ২৭ নভেম্বর বাদীর বাবাকে হত্যা করে। আসামিদের বিরুদ্ধে ভূমি দখল ও লুটপাটের অভিযোগ আছে।

নেত্রকোনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ মামলাটি পরবর্তী পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে প্রেরণ করছেন।

কামাল হোসাইন/এআরএ/পিআর