নাসিরনগরে হামলা : ধর্মীয় অবমাননাকর ছবি পোস্টকারী গ্রেফতার
ফেসবুকে ধর্মীয় অবমাননাকর ছবি পোস্টের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুপল্লিতে চালানো হামলার ঘটনায় জাহাঙ্গীর আলম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের কালাইশ্রীপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জাহাঙ্গীর নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের বেণু মিয়ার ছেলে। সে স্থানীয় হরিণবেড় বাজারের আল আমিন সাইবার ক্যাফের স্বত্বাধিকারী ও স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।
পুলিশের ধারণা, জাহাঙ্গীরই রসরাজের ফেসবুক আইডি হ্যাক করে সেই ধর্মীয় অবমাননাকর ছবিটি পোস্ট করেছিল।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন বিষয়টি নিশ্চিত করে জাগোনিউজকে জানান, দুপুরে জাহাঙ্গীরকে আদালতে তোলা হবে। জিজ্ঞাসাবাদের জন্য তার ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।
আজিজুল সঞ্চয়/আরএআর/এনএইচ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অন্যের জমিতে নির্বাচনি অফিস, দাঁড়িপাল্লার প্রার্থীকে শোকজ
- ২ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা
- ৩ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ৪ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন
- ৫ ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন