হত্যা মামলায় বন্ধুর যাবজ্জীবন
কিশোরগঞ্জে বন্ধুকে হত্যার দায়ে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের দ্বিতীয় অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক জি এম আল মাসুদ এ রায় দেন। রায় ঘোষণাকালে আসামি এজলাসে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, শহরের চর শোলাকিয়া বাগপাড়া এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম রুবেলের (৩৬) সঙ্গে একই এলাকার বাসিন্দা রফিকুল ইসলামের (৩৫) বন্ধুত্ব ছিল।
সেই সম্পর্কের জেরে রুবেল তার বন্ধু রফিকুল ইসলামের মালিকানাধীন শহরের একটি মার্কেটের একটি দোকান ভাড়া নেন। রফিকুল ইসলামের মালিকানাধীন শহরের একটি দোকান এক লাখ টাকা জামানত ও মাসিক চার হাজার টাকা ভাড়ায় নিতে রুবেলের মৌখিক সমঝোতা হয়।
২০১১ সালের ২০ সেপ্টেম্বর রুবেল রফিকুল ইসলামকে অগ্রিম বাবদ ৮০ হাজার টাকা দেন। একই বছরের ২ অক্টোবর দোকানঘর বুঝিয়ে দেবে বলে রফিকুল ইসলাম তাকে আশ্বস্ত করেন।
২০১১ সালের ২৬ সেপ্টেম্বর রাতে দোকান নিয়ে আলোচনার কথা বলে রুবেলকে ফোন করে নিজের বাড়িতে নিয়ে আসেন রফিকুল ইসলাম।
একপর্যায়ে রাত ১১টার দিকে কৌশলে পানির সঙ্গে মিশিয়ে ঘুমের ওষুধ খাইয়ে রুবেলকে অচেতন করে। তাকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে রফিকুল ইসলাম। হত্যার পর রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি কক্ষের মেঝে খুঁড়ে রুবেলের মরদেহ পুঁতে রাখে। পরিবারের লোকজন খোঁজাখুঁজির পরও রুবেলের সন্ধান না পেয়ে বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ রফিকুল ইসলামকে আটক করে।
তার দেয়া স্বীকারোক্তি মতে গত ২৯ সেপ্টেম্বর রাতে রফিকুল ইসলামের ঘরের মেঝে খুঁড়ে রুবেলের মরদেহ উদ্ধার করে করে পুলিশ। এ ঘটনায় রুবেলের স্ত্রী কল্পনা আক্তার বাদী হয়ে রফিকুল ইসলামকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামসুল হাবীব ২০১২ সালের ১ মার্চ অভিযোগপত্র দাখিল করেন।
নূর মোহাম্মদ/এএম/এমএস