মাদক মামলায় নারীর যাবজ্জীবন
প্রতীকী ছবি
কিশোরগঞ্জে মনোয়ারা বেগম (৪০) নামে এক নারীকে মাদকের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ওই নারীকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
বুধবার দুপুরে কিশোরগঞ্জের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এজিএম আল মামুন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি মনোয়ারা আদালতে উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্ত মনোয়ারা জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মো. অহিদ মিয়ার স্ত্রী। আদালত একই মামলায় অপর আসামি অহিদ মিয়াকে বেকসুর খালাস দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১২ সালের ৯ জানুয়ারি গোপনে খবর পেয়ে ভৈরব থানা পুলিশ লক্ষ্মীপুর এলাকা থেকে ৭৫ গ্রাম হেরোইনসহ মনোয়ারা ও তার স্বামীকে আটক করে। এ ঘটনায় ভৈরব থানার এসআই স্নেহাশীষ রায় বাদী হয়ে মাদক দ্রব্য আইনের ১৯(১)এর ১(খ) ধারায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে এ দুই জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
আদালতে রাষ্ট্রপক্ষে এপিপি আব্দুল খালেক দাদন ও আসামি পক্ষে অ্যাডভোকেট মো. জহিরুল হক মামলা পরিচালনা করেন।
নূর মোহাম্মদ/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান