মাদক ব্যবসার অপরাধে ছাত্রলীগ নেতা বহিষ্কার
বাগেরহাটের চিতলমারীতে ছাত্রলীগের এক নেতাকে কলেজ থেকে বহিষ্কারসহ তার ছাত্রত্ব বাতিল করা হয়েছে। বহিষ্কৃত বনিয়াম শেখ বড়বাড়িয়া আইডিয়াল কমার্স কলেজ ছাত্রলীগের আহ্বায়ক এবং বড়বাড়িয়া গ্রামের আইয়ুব আলী শেখের ছেলে।
ক্যাম্পাসে মাদক ব্যবসাসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাকে বহিষ্কার করা হয়। সেই সঙ্গে কর্তৃপক্ষ তার ছাত্রত্ব বাতিল করেছে।
কলেজ অধ্যক্ষ আজিজুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার জানানো হয়, বনিয়াম শেখ বড়বাড়িয়া আইডিয়াল কমার্স কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। দীর্ঘদিন ধরে সে কলেজ ক্যাম্পাসে মাদকের ব্যবসা, বহিরাগতদের নিয়ে নেশা করা, সহপাঠীদের মারধর, কলেজের অধ্যক্ষসহ শিক্ষকদের সঙ্গে অশালীন আচরণ, ছাত্রীদের উত্ত্যক্ত, কলেজের অফিস কক্ষে ঢুকে প্রকাশে চাঁদা দাবি করে আসছিল। তাই মোট ৭টি অভিযোগের ভিত্তিতে কলেজের পরিচালনা পরিষদের সভাপতি মো. বদরুজ্জামান বদর ফকিরের সভাপত্বিতে অনুষ্ঠিত জরুরী সভার সিদ্ধান্তে বনিয়াম শেখকে কলেজ থেকে বহিষ্কারসহ তার ছাত্রত্ব বাতিল করা হয়েছে।
এ ব্যাপারে চিতলমারী উপজেলা ছাত্রলীগ সভাপতি আনন্দ লাল দত্ত জানান, অভিযুক্ত ছাত্র নেতার বিরুদ্ধে জরুরীভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
শওকত বাবু/এমএএস/এমএস