ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্বামীকে হত্যা করে স্ত্রী নিখোঁজ

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ১২:৫২ পিএম, ৩০ নভেম্বর ২০১৬

ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার কুশাডাঙ্গা গ্রামে শাহাদত দেওয়ান নামের (৪৭) এক স্বামীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে নিহতের স্ত্রী শাহিদা নিখোঁজ রয়েছেন।

বুধবার সকালে খাটের উপর নিহতের মরদেহ দেখে পরিবারের লোকজন থানায় খবর দেয়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত শাহাদত মনির উদ্দিন দেওয়ানের ছেলে।

নিহতের চাচা মোফাজ্জেল দেওয়ান বলেন, শাহাদতের প্রথম স্ত্রী মারা যাওয়ার পর উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের শ্রীনগর গ্রামের আকতার মোল্লার মেয়ে শাহিদা বেগমকে (২৩) বিয়ে করেন। স্ত্রী শাহিদারও আগে বিয়ে হয়েছিল। শাহিদার দুলাভাই মফিজের সঙ্গে তার খুব ঘনিষ্ট সম্পর্ক রয়েছে। ধারণা করা হচ্ছে দুলাভায়ের সঙ্গে পরকীয়ার জেরে শাহাদততে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বোয়ালমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ধারণা করা হচ্ছে শাহাদতের স্ত্রী ও তার সহযোগীরা রাতের কোনো এক সময় তাকে কুপিয়ে হত্যা করেছে। ঘটনার পর থেকে নিহতের স্ত্রী পলাতক রয়েছে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দেয়ার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

এস.এম. তরুন/এএম/আরআইপি