ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে সমাবেশ

প্রকাশিত: ০১:৪৫ পিএম, ৩০ নভেম্বর ২০১৬

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা রেজাউল করিম রিয়াজকে হত্যার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলের নেতাকর্মীরা।

বুধবার বিকেলে সদর উপজেলার চরশাহীর রামপুরে এ কর্মসূচির আয়োজন করা হয়। রিয়াজ চরশাহী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

রামপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, চরশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার মোহাম্মদ, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম মিয়াজী, সাইফুল ইসলাম রিংকু, ছাত্রলীগ নেতা কাজী মামুনুর রশিদ বাবলু, রায়হান ভূঁইয়া, ওমর ফারুক আরজু, সোহেল মাহমুদ ও সাইফুল ইসলাম প্রমূখ। পরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি রামপুর বাজার চত্বরে গিয়ে শেষ হয়।

প্রসঙ্গত, গত রোববার রাতে পূর্ব সৈয়দপুর গ্রামে একদল দুর্বৃত্ত ছাত্রলীগ নেতা রিয়াজকে হত্যার চেষ্টা চালায়। এ সময় বাধা দিতে গেলে দুই ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম করা হয়।

কাজল কায়েস/এএম/আরআইপি