ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় জামায়াত নেতাসহ গ্রেফতার ৫৫

প্রকাশিত: ০৭:৫৪ এএম, ০১ ডিসেম্বর ২০১৬

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়ন জামায়াত নেতা লিয়াকত আলী বাবুসহ ৫৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টায় তাদের আদালতে পাঠানো হয়ছে।

বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, গ্রেফতারদের মধ্যে রয়েছে- সাতক্ষীরা সদর থানায় ২০ জন, কলারোয়া থানায় ৬ জন, তালা থানায় একজন, কালিগঞ্জ থানায় ৭ জন, শ্যামনগর থানায় ৭ জন, আশাশুনি থানায় ৯ জন, দেবহাটা থানায় ৩ জন ও পাটকেলঘাটা থানায় দুইজন। এদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে।

আকরামুল ইসলাম/এআরএ/এনএইচ/আরআইপি