ভাড়া বকেয়ার অভিযোগে সারিয়াকান্দি পৌরসভায় তালা
দীর্ঘদিন ধরে পৌরসভা কার্যালয়ে ভাড়া বকেয়া থাকায় বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার প্রধান গেটে তালা লাগিয়ে দিয়েছে ভবনের মালিক। বৃহস্পতিবার সকালে সারিয়াকান্দি পৌরসভার প্রধান গেটে এ তালা লাগানো হয়।
জানা যায়, ১৯৯৯ সালের ৪ নভেম্বরে সারিয়াকান্দি পৌরসভা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর হতেই ভাড়া নেয়া ভবনে পৌরসভার কার্যক্রম চলে আসছে। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর সারিয়াকান্দি পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলমগীর শাহী সুমন মেয়র নির্বাচিত হন।
সাবেক মেয়র আলহাজ টিপু সুলতানের ভাড়া করা ভবন থেতে বর্তমান মেয়র স্থানীয় নিউ কাজলা মার্কেটের দোতলায় ভাড়া করা ভবনে অস্থায়ীভাবে পৌরসভার অফিস স্থানান্তর করেন। তখন হতে এই ভবনে পৌরসভার কার্যক্রম চলছিল।
গতকাল বৃহস্পতিবার সকালে পৌরসভার কর্মচারীরা অফিসে গিয়ে দেখতে পান ভবনের প্রধান ফটকে তালা লাগানো। ফলে কর্মচারীরা অফিসে ঢুকতে পারেননি। পরে তারা জানতে পারেন ভবনের মালিক গেটে তালা লাগিয়েছে। এতে করে পৌরসভার কার্যক্রম বন্ধ রয়েছে। কর্মচারীরা বিষয়টি মেয়রকে অবহিত করেন।
এ বিষয়ে ভবন মালিক মাসুদুর রহমান বলেন, অস্থায়ীভাবে ২মাস পৌরসভার কার্যক্রম চালানোর কথা বলে মেয়র আমার ভবনের দোতলা ভাড়া নেন। নিয়মিত ভাড়া প্রদান না করায় মেয়রকে লিখিতভাবে ঘর ছাড়ার নোটিস দিয়েছি। গত মাসে সারিয়াকান্দি থানায় ঘর ছাড়ার জন্য একটি অভিযোগও দেওয়া আছে। এরপরও মেয়র কর্ণপাত না করে আমার ভবনেই জোর করে কার্যক্রম চালাচ্ছেন।
সারিয়াকান্দি পৌরসভার প্যানেল মেয়র মামুনুর রশিদ তরফদার জানান, চলতি বছরের ৯ ফেব্রুয়ারি ঘর ভাড়া বাবদ চুক্তির জন্য চেকের মাধ্যমে অগ্রিম ৫০ হাজার টাকা ভবন মালিককে দেয়া হয়েছে। প্রতিমাসে ভাড়া বাবদ ৮ হাজার টাকা করে প্রদান করা হচ্ছে। এখন চুক্তির কথা বললে নানা রকম তালবাহানা করছে।
পৌর মেয়র আলমগীর শাহী সুমন বলেন, তালা দেয়ার ঘটনায় আমরা আইনের আশ্রয় নিয়েছি। যেকোন বিপদে আপদে আমি পৌরবাসির সঙ্গে আছি।
সারিয়াকান্দি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওয়াহেদুজ্জামান বলেন, পৌর মেয়র ও কাউন্সিলরগণ থানায় এসে পৌরসভার অস্থায়ী ভবনে তালা লাগানোর বিষয়টি মৌখিকভাবে অবহিত করেছেন।
লিমন বাসার/এএম