বাগেরহাটে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল
বাগেরহাটে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার মনোনয়নপত্র শেষ দিন থাকায় সকাল থেকে প্রার্থীদের পক্ষে বিভিন্ন উপজেলা থেকে কর্মী ও সমর্থকরা নির্বাচন অফিসের সামনে জড়ো হয়। পরে প্রার্থীরা জেলা নির্বাচন অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এদিন দুপুরে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু জেলা রিটানিং কর্মকর্তা জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের কাছে মনোনয়পত্র জমা দেন।
এ সময় পৌরসভার মেয়র ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সদস্য পদে প্রার্থীরা জেলা নির্বাচন অফিসার মো. রুহুল আমিন মল্লিকের কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
চেয়ারম্যান প্রার্থী শেখ কামরুজ্জামান টুকু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে দলীয়ভাবে মনোনয়ন দিয়েছেন। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে জেলা পরিষদ জনগণের পরিষদ হিসেবে রুপান্তরিত করবো।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বলেন, এদিন বেলা ২ টা পর্যন্ত চেয়ারম্যান পদে ১টি ও সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৫টি মনোনয়নপত্র জমা দিয়েছেন।
শওকত আলী বাবু/এএম