ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

৮ মাস পর ভেঙে যাওয়া ফেরিঘাট চালু

প্রকাশিত: ০১:৪৯ পিএম, ০১ ডিসেম্বর ২০১৬

ভোলায় দীর্ঘ ৮ মাস পর স্থানান্তরিত করা হয়েছে ভোলা-লক্ষীপুর রুটের জংশন ফেরিঘাট। বৃহস্পবিার দুপুরে ভোলার জেলা প্রশাসক মো. সেলিম উদ্দির এ ঘাটের উদ্বোধন করেন। এ ঘাট থেকে ভোলা থেকে কৃষাণি নামের প্রথম ফেরিটি লক্ষীপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। এর মধ্য দিয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগের ভোগান্তির অবসান হলো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভোলার জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন টুলু, জেলা আওয়াশী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, বিআইডব্লিটিএ’র সহকারী প্রকৌশলী মামুনুর রশিদ প্রমুখ।

ভোলা ফেরিঘাটের ম্যানেজার আবু আলম বলেন, গুরুত্বপূর্ণ এ ঘাটটি চালু হওয়ার মধ্য দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রী ও পরিবহন শ্রমিকদের ভোগান্তির অবসান হয়েছে।

গত ১২ এপ্রিল মেঘনার প্রবল স্রোতে ফেরিঘাট বিধ্বস্ত হয়। পরে বিকল্প ব্যবস্থা ভেদুরিয়াঘাট থেকে ফেরি চালু হলেও ২৮ কিলোমিটার পথের বিপরীতে ৫৫ কিলোমিটার পথ ঘুরে যেতে হতো।

ছোটন সাহা/এএম/পিআর