বগুড়ায় চেয়ারম্যান পদে চারজনসহ ৭৮ জনের মনোনয়ন দাখিল
বগুড়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজনসহ ৭৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে সদস্য পদে ৫৮ এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৬ জন তাদের মনোনয়নপত্র জমা দেন।
বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষদিনে জেলা প্রশাসক ও জেলা নির্বাচন অফিসে প্রার্থীরা জেলা নির্বাচন অফিসার ইউনুচ আলীর কাছে এ মনোনয়নপত্র জমা দেন।
চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ডা. মকবুল হোসেন, জেপির আমিনুল ইসলাম সরকার পিন্টু, মোটরশ্রমিক নেতা কবির হোসেন মিঠু এবং সোলাইমান আলী।
এছাড়া ১৫টি সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ৫৮ জন এবং ৫টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য পদে ১৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
লিমন বাসার/আরএআর/পিআর