ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অবশেষে রায়পুর-হায়দরগঞ্জ সড়ক সংস্কার কাজের উদ্বোধন

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ১০:১৬ এএম, ০২ ডিসেম্বর ২০১৬

অবশেষে লক্ষ্মীপুরের রায়পুর- হায়দরগঞ্জ সড়কের ১১ কিলোমিটার সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ নোমান শুক্রবার সকাল ১১টার দিকে রায়পুর শহরের ট্রাফিক মোড় এলাকায় এই কাজের উদ্বোধন করেন। এ কাজে ব্যয় হচ্ছে প্রায় ৪ কোটি ১৭ লাখ ৫৫ হাজার ৫৯০ টাকা।

এদিকে, খানা-খন্দে ভরা এই সড়ক দিয়ে প্রতিদিন লক্ষাধিক মানুষ চলাচল করে। তারা দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসছেন। এনিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে সরেজমিন প্রতিবেদনও প্রকাশ হয়েছে।

উপজেলা এলজিইডি কার্যালয় সূত্র জানায়, রায়পুর-হায়দরগঞ্জ সড়কের সংস্কার কাজটি ৪ কোটি ১৭ লাখ ৫৫ হাজার ৫৯০ টাকা ব্যয়ে করা হচ্ছে। নোয়াখালীর মেসার্স হাসান রূপালী (জেভি) নামের কনস্ট্রাক্টশন কোম্পানি এ কাজের টেন্ডার পান।

নামফলকের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন এলজিইডির লক্ষ্মীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মনজুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায়, পৌরসভার মেয়র ইসমাইল খোকন, উপজেলা এলজিইডির প্রকৌশলী আক্তার হোসেন ভূইয়া, উপজেলা জাতীয় পার্টির উপজেলা সভাপতি আনোয়ার হোসেন বাহার ও সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল ওয়াদুদ মৃধা প্রমুখ।

পরে ৩ কোটি ৮১ লাখ ২৬ হাজার ৪ ৭৫ টাকা ব্যয়ে শেষ করা বাসাবাড়ি-উদমারা সড়কটির উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মদ নোমান।

কাজল কায়েস/এআরএ/এমএস