ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জয়পুরহাট চিনিকলে বয়লার বিস্ফোরণে প্রকৌশলীসহ দগ্ধ ৪

প্রকাশিত: ০২:১১ পিএম, ০২ ডিসেম্বর ২০১৬

জয়পুরহাট চিনিকলের বয়লারের স্টিম লাইনের পাইপ বিস্ফোরিত হয়ে প্রকৌশলীসহ চারজন দগ্ধ হয়েছেন। শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
 
দগ্ধরা হলেন, সুগার মিলের উপ-সহকারী প্রকৌশলী শাহজাহান কিবরিয়া (৩৮), ফায়ারম্যান নাজমুল হোসেন (৩৪) ও লুৎফর রহমান (৪৬) এবং মিলের ফিটার আবদুল হান্নান (৩১)।
 
জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোস্তফা কামাল জানান, আগামী ৯ ডিসেম্বর দেশের বৃহত্তম চিনিকল-জয়পুরহাট সুগার মিলস লিমিটেডে চলতি ২০১৬-১৭ মৌসুমের আখ মাড়াই শুরু হবে। তারই প্রস্তুতি হিসেবে ফ্যাক্টরিতে বিভিন্ন মেশিন, যন্ত্রপাতি ও স্টিম লাইন পরীক্ষা করা হচ্ছে।
 
বিকেলে ৫/৬ জনের একটি দল বয়লারের ৩নম্বর স্টিম লাইন পরীক্ষা করছিলেন। এসময় হঠাৎ ওই স্টিম লাইনের পাইপের জয়েন্টের ভাল্ব ফেটে গিয়ে বিস্ফোরণ হয়। এতে কর্মরত চারজন দগ্ধ হন।

আহতদের উদ্ধার করে প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রকৌশলী শাহজাহান কিবরিয়া ও ফায়ারম্যান নাজমুল হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকৎসার জন্য সেখান থেকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
 
ফিটার আবদুল হান্নান জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়রম্যান লুৎফর রহমানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলেও জানান তিনি।

রাশেদুজ্জামান/এআরএ/এমএস