ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৬:৪২ এএম, ০৩ ডিসেম্বর ২০১৬

সিরাজগঞ্জের এনায়েতপুরের খামারগ্রাম থেকে অর্চনা রানী সরকার (২২) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে খামারগ্রামের কালীবাড়ী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আর্চনা রানী এনায়েতপুরের খামারগ্রামের কালীবাড়ী এলাকার মানিক সরকারের স্ত্রী ও দৌলতপুর ডিগ্রী কলেজের বি.এ শেষ বর্ষের ছাত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ২০১৪ সালের ৫ জুলাই মানিক সরকারের সাথে অর্চনা রানী সরকারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তার স্বামী ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে আসছে। এর মধ্যে তাদের সংসারে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করে। ঢাকায় চাকরির কারণে মাঝে মধ্যেই স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া লাগতো। শনিবার সকালে ঘরের ভিতরে অর্চনা রানীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল পাঠায়।  

এনায়েতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করে জানান, এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/এমএস