ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ট্যুরিস্ট লঞ্চে আগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

প্রকাশিত: ০১:১৪ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৬

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের হাড়বাড়িয়া বন অফিসের সামনে নোঙর করে রাখা এক যাত্রীবাহী  ট্যুরিস্ট লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

সুন্দরবন চাঁদপাই রেঞ্জের এসিএফ মেহেদীজ্জামানকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়। আগামী ৫ কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটিকে বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।   

পূর্ব সুন্দরবনের ডিএফও মো. সাইদুল ইসলাম জানান জানান, আগুনে লঞ্চটির উপরের অংশ পুড়ে গেছে। বর্তমানে পুড়ে যাওয়া লঞ্চটিকে হাড়বাড়িয়া বন অফিস সংলগ্ন নদীর পাড়ে এনে রাখা হয়েছে।

ঢাকার উইনস্টার ট্যুরিজম কোম্পানির মালিকানাধীন পেলিকন-১ লঞ্চটি শুক্রবার সকালে ২৬ জন পর্যটক নিয়ে খুলনা থেকে মংলায় আসে। এরপর সুন্দরবন ভ্রমণের জন্য বনবিভাগের ঢাংমারী স্টেশন থেকে ভ্রমণের পাস নিয়ে সকাল ৯টার দিকে পশুর নদী হয়ে সুন্দরবনে প্রবেশ করে। সন্ধ্যায় লঞ্চটি সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পশুর নদীর হাড়বাড়িয়ায় বন অফিসের সামনে নোঙর করে রাখে।

হঠাৎ করে লঞ্চটিতে পেছনের অংশে আগুন জ্বলতে দেখে পর্যটকরা চিৎকার শুরু করে। এসময় বন বিভাগের কর্মকর্তা ও বনরক্ষীরা ঘটনাস্থলে পৌঁছে লঞ্চে থাকা ২৬ পর্যটক ও ১৩ ক্রুকে উদ্ধার করে। তবে লঞ্চে লাগা আগুন সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে এবং সর্বত্র ছড়িয়ে গিয়ে দাউ দাউ করে জ্বলতে থাকে।

পরে মাংলা ফায়ার সার্ভিস ও মংলা বন্দর কর্তৃপক্ষের ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। রাত সাড়ে ১২টার দিকে লঞ্চের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

শওকত আলী বাবু/এআরএ/আরআইপি

আরও পড়ুন