ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পর্যটকদের আস্থা ফিরে আনতে পেরেছে সরকার

প্রকাশিত: ০২:৩১ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৬

সংস্কৃতি-বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, সরকার বিদেশি পর্যটকদের আস্থা ফিরে আনতে পেরেছে। তারা বাংলাদেশে নির্বিঘ্নে যে কোনো স্থান ভ্রমণ করতে পারছেন। বিদেশিদের নিরাপত্তা জোরদারে তারা এখন বাংলাদেশ ভ্রমণের জন্য আসছেন।

বগুড়ায় সার্ক কালচারাল ক্যাপিটাল সম্পর্কিত ও আগামী জানুয়ারিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শনিবার বিকেলে সার্কিট হাউজে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ২০১৭ সালের জন্য মহাস্থানগড়কে সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করায় শুধু উত্তরাঞ্চল নয়, গোটা দেশ গর্বিত। বগুড়ার কৃষ্টি, কালচার এবং পুরাকীর্তির কারণেই সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করা হয়েছে।

আলোচনাকালে বগুড়ায় বছরব্যাপী বিভিন্ন উৎসব পালনের খসড়া পরিকল্পনা উপস্থাপন করা হয় এবং উপস্থিত সাংস্কৃতিক কর্মীদের থেকে মতামত নেয়া হয়। এছাড়াও প্রজেক্টরের মাধ্যমে বগুড়ার মহাস্থানগড়ের ওপর একটি প্রামাণ্য চিত্র দেখানো হয়।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক সচিব বেগম আকতারী মমতাজ। সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক আশরাফ উদ্দিন।
 
এর আগে দুপুরে মন্ত্রী মহাস্থানগড় এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, ‘সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে বগুড়ার মহাস্থানগড় স্বীকৃতি পাওয়ার বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

ফলে সারা বিশ্ব আমাদের এই প্রাচীন ঐতিহ্য সম্পর্কে জানবে। আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এর ফলে যেমন প্রসার পাবে, আবার এর মাধ্যমে পর্যটনের ক্ষেত্রেও ইতিবাচক সাড়া মিলবে। মন্ত্রী শিবগঞ্জ উপজেলার মহাস্থান জাদুঘর এসময় পরিদর্শন করেন।

আগামী ২১ জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বগুড়ার মহাস্থানগড়কে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে উদ্বোধন করবেন বলেও জানান তিনি।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সচিব আখতারী মমতাজ, জেলা পরিষদের প্রশাসক ডা. মকবুল হোসেন, সাবেক মহিলা সংসদ সদস্য কামরুন্নাহার পুতুল, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আশরাফুজ্জামান, এনডিসি সঞ্জয় কুমার মোহন্ত, রাজশাহী প্রত্নত্বত্ত অধিদফতরের পরিচালক নাহিদ সুলতানা প্রমুখ।

এআরএ/আরআইপি