ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আ.লীগের বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

প্রকাশিত: ০৩:২১ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৬

ফরিদপুরে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অ্যাড. মো. শামসুল হক ভোলা মাস্টারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার বেলা ১১টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীতা যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়। অবশেষে জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া এবং জেলা নির্বাচন কর্মকর্তার উপস্থিতিতে চেয়ারম্যান পদে ওই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন।

জেলা রির্টানিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জানান, চেয়ারম্যান পদে প্রার্থীর মনোনয়নপত্রে প্রস্তাবকারী হিসেবে যে ইউপি সদস্যের স্বাক্ষরটি ছিল সেটি নকল প্রমাণিত হওয়ায় চেয়ারম্যান প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হয়। তবে তিনি ইচ্ছে করলে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।

আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা যাচাই-বাছাই শেষে ৩ নং ওয়ার্ডে পুরুষ সাধারণ সদস্য হিসেবে মো. আব্দুর রাজ্জাক মাষ্টার ও  ১ নং এবং ২ নং ওয়ার্ডে মহিলা সংরক্ষিত সদস্য ঝর্ণা হাসান ও সুরাইয়া সালমা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। দিন শেষে আসন্ন নির্বাচনে ২ জন চেয়ারম্যান প্রার্থী, ৪০ জন সাধারণ সদস্য ও ১০ জন সংরক্ষিত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হিসেবে মনোনীত হয়েছেন।

উল্লেখ্য, ফরিদপুরে জেলার সদরসহ ৯টি উপজেলা, ৫টি পৌরসভা ও ৮১টি ইউনিয়নের সর্বমোট ১ হাজার ১৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে আগামী দিনের জেলা পরিষদের প্রতিনিধি নির্বাচিত করবেন।

এস.এম. তরুন/এএম