ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাদুল্যাপুরে ‘ইয়াবা সম্রাট’ গ্রেফতার

প্রকাশিত: ০২:৩৭ এএম, ০৪ ডিসেম্বর ২০১৬

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার মিরপুরের ইয়াবা সম্রাট খ্যাত ফরহাদ হোসেন তারাকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১৪৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে সাদুল্যাপুর উপজেলার মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ফরহাদ হোসেন তারা সাদুল্যাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের মিরপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে।

সাদুল্যাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে ফরহাদ হোসেন তারা খুচরা ও পাইকারিভাবে ইয়াবা কেনাবেচা করে আসছিলেন। তার বিরুদ্ধে থানায় মাদকের আরও তিনটি মামলা রয়েছে। গোপন খবরে অভিযান চালিয়ে ১৪৭ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

সাদুল্যাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফরহাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

জিল্লুর রহমান পলাশ/এফএ/এমএস