তিন জেলায় ৩ যুবকের মরদেহ উদ্ধার
ফরিদপুর, মুন্সীগঞ্জ ও ঝিনাইদহে তিন যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
ফরিদপুর শহরতলির সিঅ্যান্ডবি ঘাট নৌবন্দরে পদ্মা নদী থেকে চাঁন মিয়া নামের এক নৌ শ্রমিকের গলিত মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। রোববার সকাল ১০টার দিকে উদ্ধারের পর মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
নিহত চাঁন মিয়ার (২৬) বাড়ি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচরের মৃধাডাঙ্গী গ্রামে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সাইফুজ্জামান জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সিঅ্যান্ডবি ঘাট নৌবন্দরে কার্গো জাহাজে রঙ করার সময় নদীতে পড়ে যায় চাঁন মিয়া।
এদিকে, মুন্সীগঞ্জের বজ্রযোগীনি ইউনিয়নের মদিনা বাজার এলাকায় রাস্তার পাশের জমি থেকে রোববার বেলা ১১টার দিকে মো. ইকবাল হোসেন শেখ (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মৃত যুবকের বাবা শামসুদ্দীন শেখ জানান, শনিবার দুপুর থেকেই ইকবাল নিখোঁজ ছিল। আশপাশে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।
মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহদাত হোসেন জানান, মরদেহটি হাত-পা বাঁধা অবস্থায় ছিল। মরদেহের হাত, পা, নাক ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
অপরদিকে, ঝিনাইদহে মহিদুল ইসলাম (৩৫) নামের এক কৃষককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সকালে সদর উপজেলার নিচপুটিয়া গ্রামের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্বজনরা জানায়, রাত সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি তিনি। সকালে ওই গ্রামের মাঠের ধানক্ষেতে মহিদুলের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
এফএ/এনএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় আ’লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার দুই এসআই
- ২ বাণিজ্যমেলায় প্রতারণা-অনিয়মের অভিযোগে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৩ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ৪ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৫ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ