নওগাঁয় দুই পক্ষের সংঘর্ষে আহত আ.লীগ নেতার মৃত্যু
নওগাঁর মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ওয়ার্ড স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. আবু বক্কর সিদ্দিক (৫০) মারা গেছেন।
শনিবার বিকেলে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ডা. আবু বক্কর সিদ্দিক উপজেলার ঈশ্বর লক্ষ্মীপুর গ্রামের তাছির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ নভেম্বর সফাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড কমিটি গঠন চলছিল। কমিটি গঠনের এক পর্যায়ে ময়নুল পক্ষের সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে মারধরের ঘটনা ঘটে। এ সময় আবু বক্কর সিদ্দিক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ছয় দিন পর শনিবার বিকেলে তিনি মারা যান।
মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবের রেজা চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
আব্বাস আলী/আরএআর/এনএইচ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বাংলাদেশে আর কোনো মব সহ্য করবো না: ছাত্রদল সভাপতি
- ২ একটা বাহিনী এনআইডি কার্ড-বিকাশ নম্বর নিচ্ছে: তারেক রহমান
- ৩ ৬ জনকে আপনাদের হাতে তুলে দিলাম, জয়যুক্ত করে হিসাব বুঝে নেবেন
- ৪ জেলগেট থেকে ফের গ্রেফতার বরিশালের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম
- ৫ কুমিল্লায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা, সংঘর্ষ-গাড়ি ভাঙচুর