ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস

প্রকাশিত: ০৮:৫৮ এএম, ০৪ ডিসেম্বর ২০১৬

সিরাজগঞ্জ জেলায় পুলিশের অভিযানে উদ্ধারকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

রোববার দুপুর দেড়টায় সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরে পুলিশ ম্যাজিস্ট্রেসির উদ্যেগে এই মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

এসময় ৩ হাজার ৪শ ২৫ বোতল ফেনসিডিল, ১শ ৫১ কেজি ৩শ গ্রাম গাঁজা, ৩ হাজার ৪শ ৯০ শিশি অ্যামপুল ইনজেকশন, ২২ লিটার চোলাই মদ ও ১ বোতল ওয়াশ ধ্বংস করা হয়।

মাদকদ্রব্য ধ্বংস কার্যাক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল­াহ আল মামুন।

এসময় উপস্তিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম, কোর্ট পুলিশ পরিদর্শক মো. শহিদুল­াহ ও সিনিয়র সিএসআই মো. মতিউর রহমান প্রমুখ।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/এমএস