ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মির্জাপুর পৌর বিএনপির কমিটি ঘোষণা, উপজেলা কমিটি স্থগিত

প্রকাশিত: ১০:৩১ এএম, ০৪ ডিসেম্বর ২০১৬

টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপির সম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার রাতে পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হলেও উপজেলা বিএনপির কমিটি ঘোষণা স্থাগিত রাখা হয়েছে।ফলে  উপজেলা বিএনপির পূর্বের কমিটি এখন দায়িত্ব পালন করবে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক কৃষিবিদ শামসুল আলম তোফা জানান, সাবেক ভিপি হযরত আলী মিঞা সভাপতি ও জুলহাস মিয়াকে সাধারণ সম্পাদক করে মির্জাপুর পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে পূর্বের কমিটির সভাপতি সাধারণ সম্পাদক যথাক্রমে সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী ও তারিকুল ইসলাম নয়া উপজেলা বিএনপির দায়িত্ব পালন করবেন।

দীর্ঘ সাত বছর পর শনিবার মির্জাপুর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন সদরের বংশাই মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম পর্বে সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান। সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফকির মাহাবুব আনাম স্বপন। বিকেলে সম্মেলনের দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর বাসভবনে অনুষ্ঠিত হয়।

কৃষিবিদ শামসুল আলম তোফা উপজেলা বিএনপির কমিটি ঘোষণা স্থগিত রাখার কথা স্বীকার করে জানান, পৌর বিএনপির কমিটি গঠন নিয়মতান্ত্রিক ও স্বচ্ছ হওয়ায় সেটি ঘোষণা করেছি। পূর্বের কমিটিই উপজেলা বিএনপির দায়িত্ব পালন করবে।
 
আরিফ উর রহমান টগর/আরএআর/আরআইপি