ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হবিগঞ্জে ৩ চেয়ারম্যানসহ ১২ জনের মনোনয়নপত্র বাতিল

প্রকাশিত: ১১:১০ এএম, ০৪ ডিসেম্বর ২০১৬

জেলা পরিষদ নির্বাচনে হবিগঞ্জে তিন চেয়ারম্যানসহ মোট ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যাচাই-বাছাই শেষে রোববার জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন তাদের মনোনয়নপত্র বাতিল করেন ।

বর্তমানে চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী হিসেবে রয়েছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী ডা. মুশফিক হুসেন চৌধুরী। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।

মনোনয়ন বাতিল হওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন- অ্যাডভোকেট এনামুল হক মোশাহিদ, কৃষক শ্রমিক জনতা লীগ নেতা অ্যাডভোকেট মনমোহন দেবনাথ ও হাফিজুর রহমান।

জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, দুইদিনে মোট ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। কাগজপত্রে বিভিন্ন ত্রুটি থাকার কারণে তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে ১১ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এর আগেই মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন এবং এর ফলাফলও পাওয়া যাবে। তার পরই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতের বিষয়টি আসবে।।

উল্লেখ, জেলা পরিয়দ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, সাধারণ সদস্য পদে ৯১ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৯ জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএআর/পিআর