ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মেহেরপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩১

প্রকাশিত: ১০:০৫ এএম, ০৫ ডিসেম্বর ২০১৬

মেহেরপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৩১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার পৃথকস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলার পলাতক আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক, চুরি ও অস্ত্র মামলার আসামিও রয়েছে।

পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমান জানান, গত রাতে অভিযান চালিয়ে জেলার তিনটি উপজেলা থেকে বিভিন্ন মামলার আসামিসহ ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এআরএ/পিআর