ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিএনজি চুরির অভিযোগে যুবককে গণধোলাই

প্রকাশিত: ১২:৪৩ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৬

সিএনজি চুরির অভিযোগে ঝিনাইদহের শৈলকুপার শেখপাড়া বাজারে কালাম (৩০) নামে এক যুবককে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। খবর পেয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

সোমবার সকালের দিকে এ ঘটনা ঘটে। ওই যুবক হলিধানির রফিকের ছেলে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয়রা জানায়, কালামসহ তিনজন কান চুলকানির নামে কৌশলে চাবি নিয়ে চলে যেতে চাইলে তাকে ধরে চিৎকার করলে জনতা এসে গণধোলাই দেয়। বাকি দুজন গাড়ি নিয়ে পালিয়ে যায়।

শৈলকুপা থানা পুলিশের উপ-পরিদর্শক আজাদ জানান, গণধোলায়ের পর তাকে ঘরে আটকে রাখা হয়। খবর পেয়ে তাকে উদ্ধার করা হয়েছে।

আহমেদ নাসিম আনসারী/এএম