ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্ত্রীকে আসছি বলে লাশ হয়ে ফিরলেন জসিম

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ১২:৫২ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৬

স্ত্রীকে ‘একটু আসছি’ বলে রোববার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন জসিম উদ্দিন। স্বামীর অপেক্ষায় দিন গড়িয়ে রাত কেটে যায় স্ত্রীর। কিন্তু তার ফেরা হয়নি। অবশ্য পরদিন জসিম বাড়ি ফিরলেন ঠিকই কিন্তু লাশ হয়ে।

কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের তেউরিয়া গ্রামের যুবক জসীম উদ্দিন (২৮)। তিনি ওই গ্রামের মৃত মল্লিক মিয়ার ছেলে। দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ফেলে যায়।

সোমবার সকালে বাড়ির পাশে একটি কবরস্থান থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তাড়াইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার শওকত জাহান জানান, জসীম উদ্দিন একজন কৃষক। আগের দিন সন্ধার পর বাড়ি থেকে বের হন তিনি।

কিন্তু রাতে আর বাড়ি ফিরেননি। বিভিন্ন স্থানে খোঁজেও তার সন্ধান পাওয়া যায়নি। সোমবার সকালে বাড়ির পাশে একটি পারিবারিক কবরস্থানে তার লাশ পাওয়া যায়। দুর্বত্তরা তাকে হত্যা করে মরদেহ এখানে ফেলে রাখে।

খবর পেয়ে দুপুরে কিশোরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ।

নূর মোহাম্মদ/এএম/আরআইপি