ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্বামী হত্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রকাশিত: ০১:৩২ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৬

ঝিনাইদহ সদরের নিচপুটিয়া গ্রামের কৃষক মহিদুল ইসলাম হত্যার মূল পরিকল্পনাকারী স্ত্রী শাহানাজ পারভীন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সোমবার বিকেলে ঝিনাইদহের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামানের আদালতে এ জবানবন্দি নেয়া হয়।

রোববার সকালে সদর উপজেলা নিচপুটিয়া গ্রামের মাঠ থেকে কৃষক মহিদুল ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওইদিন বিকেলে নিহতের বাবা আব্দুস সালাম বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় তিনজনকে আসামি করে মামলা করেন।

র‌্যাব জানায়, মামলার পর ঝিনাইদহ র‌্যাব-৬ মামলার তদন্ত শুরু করে। স্ত্রীর পরকীয়ার কারণে কৃষক মহিদুল হত্যার বিষয়টি বেরিয়ে এলে আজ সকালে র‌্যাব স্ত্রী শাহানাজ পারভীনকে আটক করে আদালতে সোপর্দ করে।

পরে বিকেলে বিচারকের সামনে স্বামী হত্যার দায় স্বীকার করে স্ত্রী শাহানাজ পারভীন জবানবন্দি দেন।

আহমেদ নাসিম আনসারী/এএম/পিআর