ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে শিক্ষার্থীসহ হাজারো মানুষ

প্রকাশিত: ০১:৪৭ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৬

‘আমার বিদ্যালয় আমার অহংকার, পরিষ্কার পরিচ্ছন্নতা আমার অঙ্গীকার’ স্লোগান সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসার উদ্দিনের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজের কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার দিনব্যাপী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ এলাকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এ কর্মসূচি পালন করা হয়।  

জানা যায়, উপজেলার ৭টি কলেজ, দুইটি স্কুল অ্যান্ড কলেজ, ৫১টি মাধ্যমিক বিদ্যালয়, তিনটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬০টি আনন্দ স্কুল এবং ৮৬টি কিন্ডারগার্টেনে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

এসব শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো মানুষ ইউএনও’র সঙ্গে একাত্মতা প্রকাশ করে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এছাড়া ওই কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসার উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা মল্লিক, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল কুদ্দুস, কালিহাতী কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, কালিহাতী আরএস পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদার প্রমুখ।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বলেন, এটি একটি মহৎ উদ্যোগ। আজকের শিক্ষার্থীরা আগামীতে জাতিকে শীর্ষস্থানে নিয়ে যাবে। শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়সহ আশপাশ এবং নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সচেতন হবে।

এ ব্যাপারে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসার উদ্দিন বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশসহ নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মাধ্যমে শিক্ষার্থীরা অবশ্যই সুন্দর মনের অধিকারী হবে।

আরিফ উর রহমান টগর/এএম/পিআর