ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টাঙ্গাইলে আ.লীগ নেতার গলাকাটা মরদেহ

প্রকাশিত: ০৫:৫৮ এএম, ০৬ ডিসেম্বর ২০১৬

টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার বাড়ই এলাকা থেকে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম ফরিদের (৫৫) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মরদেহটি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ভুঞাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম কাউছার চৌধুরী জানান, ফরিদ সোমবার রাতে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফেরার পথে নিখোঁজ হন। পরে সকালে স্থানীয় লোকজন বাড়ই এলাকায় একটি পুকুর পাড়ে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আরিফ উর রহমান টগর/এফএ/এমএস