ফেনীতে নিজাম হাজারীর সমর্থকদের বিক্ষোভ
ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর সংসদ সদস্য পদ অবৈধ ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার সকালে থেকে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে শত শত নেতাকর্মী মহিপাল ও ফেনীর ওয়াপদা মাঠে সমবেত হতে থাকে। দুপুর ২টায় নিজাম হাজারীর সংসদ সদস্য পদে থাকার বৈধতা নিয়ে জারি করা রুলের রায় ঘোষণা করার পর তারা শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন ফেনীর সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য জাহানারা বেগম সুরমা, জেলা পরিষদের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আজিজ আহম্মদ চৌধুরী, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কমির উল্যাহ বিকম, অ্যাডভোকেট নুর হোসেন, যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, শুসেন চন্দ্র শীল, ছাত্রলীগ সভাপতি সালাউদ্দিন ফিরোজ, সম্পাদক জাবেদ হায়দার জজ প্রমুখ।
এদিকে সিনিয়র বিচারক মো. এমদাদুল হক নিজাম হাজারীর সংসদ সদস্য পদে থাকার বৈধতা নেই বলে রায় ঘোষণার পর শহর জুড়ে উত্তেজনা দেখা দেয়। তবে এর কিছু সময় পর এফ আর এম নাজমুল আহসান এই রায়ে ভিন্ন মত পোষণ করলে নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।
জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম বলেন, ফেনী-২ আসনের এমপির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। ফেনী জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠন তার নেতৃত্বে ঐক্যবদ্ধ।
জহিরুল হক মিলু/আরএআর/জেআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন মারা গেছেন
- ২ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নোয়াখালীতে শিবিরের বিক্ষোভ
- ৩ ময়মনসিংহ বিএনপি-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি
- ৪ তারেক রহমানকে নিয়ে কটূক্তি করায় দিনাজপুরে যুবক গ্রেফতার
- ৫ দিনাজপুরে ৫-৬ লাখ লোক জমায়েতের প্রস্তুতি জামায়াতের