লক্ষ্মীপুরে যুবলীগের ৩ সদস্যের কাণ্ড
লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন চলাকালে মদ পান করে মাতলামি করার অপরাধে যুবলীগের ৩ সদস্যকে আটক করেছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরে জেলা স্টেডিয়ামে আওয়ামী লীগের সম্মেলন থেকে তাদের আটক করা হয়।
এরা হলেন, যুবলীগ সদস্য মো. হানিফ (৩০), মনির হোসেন (২৮) ও মো. শরীফ হোসেন (২৫)। তাদের সবার বাড়ি জেলার কমলনগর উপজেলার মতির হাট এলাকায়।
সন্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হানিফ, সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপিসহ জেলা থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আটকরা সবাই যুবলীগের সদস্য। তারা সম্মেলনে এসে বিয়ার খেয়ে মাতলামি করায় পুলিশ৩ জনকে আটক করে থানায় নিয়ে আসে। তবে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয়নি। তাদের থানা হাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এমএএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ২ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ
- ৩ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০
- ৪ আওয়ামী লীগ ছাড়া নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়
- ৫ তাহাজ্জুদ পড়ে ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামায়াত করবেন