ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁদা না পেয়ে ব্যবসায়ীর হাত ভেঙে দিলো ওরা

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০২:০৭ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৬

চাঁদা না দেয়ায় বরগুনায় এক ব্যবসায়ীকে রড দিয়ে পিটিয়ে হাত ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে তালতলী উপজেলার কচুপাত্রা বাজারে এ ঘটনা ঘটে।

আহত ওই ব্যবসায়ীর নাম দীপঙ্কর নন্দী (৩৫)। তাকে বরিশালের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন তালতলী উপজেলার শারিখখালী ইউনিয়নের ছাত্রলীগ নেতা মো. মামুন হাওলাদার (২৮) ও শারিখখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোস্তফা সিকদার।

হামলায় আহত দীপঙ্কর নন্দীর বড় ভাই তাপস নন্দী বলেন, সোমবার বিকেলে শারিখখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন বাবুলের ভাতিজা নন্দী ড্রাগ হাউজের মালিক দীপঙ্কর নন্দীর নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা সোমবার রাতের মধ্যে তার কাছে পৌঁছে দিতেও বলে মামুন। যথা সময়ে টাকা না পেলে পরিণতি ভয়ঙ্কর হবে বলেও শাসিয়ে যায় মামুন।

তিনি আরো বলেন, রাতে তার ভাই দীপঙ্কর নন্দী টাকা না দিলে মঙ্গলবার সকাল ৯টার দিকে মামুন ও তার সহযোগী শারিখখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোস্তফা সিকদার নন্দী ড্রাগ হাউজে ঢুকে চাঁদার টাকা দাবি করেন। এসময় দোকানে থাকা দীপঙ্কর নন্দী টাকা দিতে অস্বীকার করলে তার উপর ক্ষিপ্ত হয়ে মামুন ও মোস্তফা সিকদার দোকান ভাঙচুর শুরু করে।

দীপঙ্কর নন্দী তাদের বাধা দিলে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় তাদের লোহার রডের আঘাতে দীপঙ্করের বাম হাত ভেঙে যায়। পরে আহতাবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল আরিফ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে ভর্তি করে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলকাবাসী জানান, অভিযুক্ত মামুন একজন মাদকাসক্ত। এছাড়াও তিনি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের চাঞ্চল্যকর বিএনপি নেতা মনির হত্যা মামলার একজন এজাহারভুক্ত আসামি।

এ বিষয়ে অভিযুক্ত মামুন হাওলাদার জানান, সোমবার বিকেলে নন্দী ড্রাগ হাউজ থেকে আমি মাথা ঠান্ডা রাখার ওষুধ ‘ট্রান্সফ্রি’ নামক ট্যাবলেট কিনে নিয়ে খাই। ওই ট্যাবলেটে ডিসেম্বরের ১৬ তারিখ পর্যন্ত মেয়াদ থাকলেও খাওয়ার পর আমি অসুস্থ হয়ে পড়ি।

এ নিয়ে মঙ্গলবার সকালে নন্দী ড্রাগ হাউজে গিয়ে জিজ্ঞাসা করতে গেলে তাপস ও তার ভাই দ্বীপঙ্কর নন্দী ক্ষেপে গিয়ে আমাকে গালাগাল করে। এসময় তাদের সঙ্গে মারধরের ঘটনা ঘটে।

এসময় তিনি চাঁদা দাবির বিয়টি অস্বীকার করেন। আর এসময় ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন না বলে জানান ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোস্তফা সিকদার।

এ বিষয়ে শারিখখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন বাবুল বলেন, মামুন এবং দীপঙ্কর নন্দীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় দীপঙ্কার হাতে আঘাত পান। বিষয়টি পারিবারিকভাবে মিমাংসার চেষ্টা চলছে।

তালতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার জানান, ঘটনার খবর পেয়ে একজন উপ-পরিদর্শকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। মামলা হলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

সাইফুল ইসলাম মিরাজ/এআরএ/আরআইপি