আজ মাগুরা হানাদার মুক্ত দিবস
আজ ৭ ডিসেম্বর মাগুরা হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিন মাগুরা পাক হানাদার মুক্ত হয়। ৬ ডিসেম্বর দুপুরের দিকে অধিনায়ক আকবর হোসেন মিয়ার নেতৃত্বে শ্রীপুর আঞ্চলিক বাহিনীর বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা মাগুরা শহরের পাশের নিজনান্দুয়ালী গ্রামে এসে পজিশন নেয়।
অপরদিকে, এ বাহিনীর দেয়া ছক বা মানচিত্র অনুযায়ী ভারতীয় মিত্রবাহিনী মাগুরার বিভিন্ন পাকসেনা ক্যাম্পের উপর উপর্যপরি বিমান হামলা চালায়। এতে হানাদার বাহিনীর ক্যাম্প সমূহের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আকাশ পথে মিত্র বাহিনী এবং স্থলপথে শ্রীপুর বাহিনীর চাপে দিশেহারা পাক সেনারা অবশেষে মাগুরা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।
৬ ডিসেম্বর দুপুর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত পাক সেনারা বিক্ষিপ্ত ভাবে মাগুরার চারদিকে “কভারিং” ফায়ার অব্যাহত রাখে। এ ফায়ারের আড়ালে বিপুল সংখ্যক পাকসেনা গড়াই নদী পার হয়ে ফরিদপুরের দিকে পালিয়ে যায়।
শ্রীপুর আঞ্চলিক বাহিনী গগন বিদারী জয়বাংলা শ্লোগানে আকাশ বাতাস প্রকল্পিত করে ৭ ডিসেম্বর শত্রুমুক্ত মাগুরা শহরে প্রবেশ করে এবং নোমানী ময়দানে জমায়েত হয়।
এসময় মাগুরার চারিদিক থেকে শত শত মুক্তিযোদ্ধা এসে এ জমায়েতে যোগ দেয়। স্বাধীন বাংলাদেশের মানচিত্র খচিত লাল সবুজের পতাকা উড়ায়। বিজয় উল্লাসে মেতে ওঠে সর্বস্তরের মাগুরাবাসী।
আরাফাত হোসেন/এফএ/পিআর