ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় শিবির নেতা ও সহযোগী আটক

প্রকাশিত: ০৬:১৮ এএম, ০৭ ডিসেম্বর ২০১৬

সাতক্ষীরায় একটি বিদেশি পিস্তল ও জিহাদী বইসহ শিবির নেতা ও তার সহযোগীকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার ভোররাতে সদরের মাধবকাটি এলাকায় নাশকতার পরিকল্পনাকালে এদের আটক করা হয়।
 
আটকরা হলেন, শহরের ইটাগাছা এলাকার নুরুল ইসলামের ছেলে শিবির নেতা জাহিদুল ইসলাম বকুল (৩৫) ও সদরের মোচড়া গ্রামের সিরাজুল ঢালীর ছেলে শিবির নেতার সহযোগী বায়েজিদ ঢালী(২৫)।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশেমী জানান, মাধবকাটি এলাকায় শিবির নেতারা নাশকতার পরিকল্পনা করছিল এমন গোপন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। এ সময় বাকিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল ও জিহাদী বইসহ শিবির নেতা জাহিদুল ইসলামক বকুল ও তার সহযোগী বায়েজিদকে আটক করা হয়েছে।

আকরামুল ইসলাম/এফএ/এমএস