ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় প্রকাশ্যে মাদকের বিজ্ঞাপন

প্রকাশিত: ০৭:০৬ এএম, ০৭ ডিসেম্বর ২০১৬

সরকার যখন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে তখন সাতক্ষীরার পাটকেলঘাটা বাজারের অলিগলি মাদকের বিজ্ঞাপনে ছেয়ে গেছে। পোস্টার লাগিয়ে বিভিন্ন ধরনের মাদকের জন্য যোগাযোগ করতে মোবাইল নাম্বারসহ মাদক বিক্রেতাদের নাম ও পরিচয় উল্লেখ করা হয়েছে । এমন ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার পাটকেলঘাটা বাজারের অলিগলির দেয়াল ও বিদ্যুতের খুঁটিতে দেখা মিলছে মাদকের বিজ্ঞাপন সম্বলিত এসব পোস্টার। সোমবার রাতের আধারে কেউ পোস্টারগুলো লাগিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক পাটকেলঘাটা বাজারের এক ব্যবসায়ী জানান, কোনো মাদকসেবী মাদক ব্যবসায়ীর কাছ থেকে মাদক না পেয়ে ক্ষিপ্ত হয়ে এমন কাজ করেছে। তবে পোস্টারে যাদের নাম পরিচয় উল্লেখ করা হয়েছে তারা প্রকৃত অর্থেই মাদক ব্যবসায়ী। মাদকসহ পুলিশের হাতে গ্রেফতারও হয়েছে বেশ কয়েকবার। জেল থেকে বেরিয়ে তারা আবার মাদক ব্যবসায় লিপ্ত হয়েছে।

পোস্টারে লেখা রয়েছে- সুলভ মূল্যে ইয়াবা, ফেনসিডিলসহ সকল প্রকার মাদকদ্রব্য পাইকারী ও খুচরা বিক্রয় করা হয়। প্রোঃ মোঃ মমিনুল ইসলাম মনা, সহযোগিতায় স্ত্রী শাহানারা ও কর্মচারী হাজেরা। স্থান-আদর্শ বাইগুনি গ্রাম।

এ বিষয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল ইসলাম জাগো নিউজকে জানান, ১ ডিসেম্বর থেকে মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। মাদক ব্যবসায়ী মনাকে একাধিক বার গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ৮টি মাদক মামলা চলমান।

তিনি আরও বলেন, প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেত কেউ কাজটি করেছে। তবে মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আকরামুল ইসলাম/আরএআর/এমএস