ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাছ খেয়ে অসুস্থ আরও একজনের মৃত্যু

প্রকাশিত: ০৭:১৭ এএম, ০৭ ডিসেম্বর ২০১৬

সিলেটের জৈন্তাপুরে বিষাক্ত পটকা মাছ খেয়ে অসুস্থ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা ৬ জনে দাঁড়ালো।

বুধবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শফাতুন্নেছা (৬০) নামে এক নারীর মৃত্যু হয়। তিনি জৈন্তাপুর উপজেলার উত্তর মাইল গ্রামের আবদুল মুতলিবের স্ত্রী।

হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার একে একে মৃত্যুর কোলে ঢলে পড়েন জৈন্তাপুর উপজেলার দরবস্ত উত্তর মাইল গ্রামের মুন্সি মিয়ার ছেলে আবদুর রহিমদ (৬০), আবদুর রহিমের ছেলে সুলেমান (২৫) ও লোকমান হোসেন (২০), স্কুলছাত্র রাহিন আহমদ (৮) ও মনি (১০)।

মঙ্গলবার পটকা মাছ রান্না করে খাওয়ার পর তারা অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের চিকিৎসার জন্য সিলেট আনার পর সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় একে একে তিন জনের মৃত্যু হয়। অসুস্থ এক শিশুর মৃত্যু হয় রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ও অপর একজন সিলেটে আসার পথে মারা যান।

ওসমানী হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন দরবস্ত উত্তর মাইল গ্রামের উমর আলী (৪০), তার স্ত্রী মুর্শিদা বেগম (৩৫), ছেলে কাওসার (১৭), মেয়ে সারিকা (১৮), পার্শ্ববর্তী বাড়ির রোবহান (৬০), জয়নাল আবেদীন (৪০), রাজিয়া বেগম (৪০) ও সাহাব উদ্দিনসহ ১০ জন।

এদিকে, অসুস্থদের উন্নত চিকিৎসার জন্য মেডিসিন বিভাগের প্রধান ডা. এনায়েত হোসেনকে প্রধান করে তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া তাদেরকে ভেন্ডিলেশনের মাধ্যমে সারিয়ে তোলারও চেষ্টা চলছে।

হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. আব্দুস ছবুর মিঞা এ তথ্য জানিয়ে বলেন, পটকা মাছে নিউরোটডক্সিন নামে এক ধরনের বিষ থাকে যা কোনো ওষুধে উপশম হয় না। তবে চিকিৎসকরা লক্ষ্যণ বুঝে অন্যান্য সাপোর্ট দিয়ে রোগীদের বাঁচানোর চেষ্টা করছেন।

ছামির মাহমুদ/এফএ/এমএস