ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হাতি দিয়ে চাঁদাবাজি : অতিষ্ঠ জনগণ

প্রকাশিত: ০৭:২৮ এএম, ০৭ ডিসেম্বর ২০১৬

ঝিনাইদহের শৈলকুপার ভাটই বাজার এলাকায় অনুষ্ঠিত সার্কাসের হাতি দিয়ে প্রতিনিয়ত চাঁদাবজিতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনগণ।

মোটরসাইকেল করিমন, বাস, ট্রাকসহ মহাসড়কে চলা যানের গতিরোধ করে চলছে এই চাঁদাবাজি। এছাড়া গ্রামে গিয়ে জোর করে কলা গাছ কেটে নেয়া, চাল, ধান নেয়া এবং দোকান থেকে চাঁদা তোলার অভিযোগ রয়েছে।

Jhenidah
 
হাসান নামে এক ইজিবাইক চালক অভিযোগ করেন, রাস্তায় হাতি দিয়ে তাদের গাড়ি ঠেকিয়ে টাকা দাবি করা হয়। টাকা না দিতে চাইলে কিংবা যে পরিমাণ চায় তা না দিলে সামনে থেকে হাতি সরে না এবং সুড় দিয়ে আঘাত করে।

চাঁদপুর গামের লুৎফর রহমান অভিযোগ করেন, জোর করে কলা গাছ কেটে নেয়া হয়েছে তাদের।

নাম প্রকাশে অনিচ্ছুক এক চালক অভিযোগ করেন, এক দুই দিন নয়, প্রতিদিনই রাস্তায় গাড়ি আটকিয়ে চাঁদাবাজি করা হয়।

Jhenidah

মহাসড়কে গাড়ির গতি রোধ করায় সড়ক দুর্ঘটনার যেমন আশঙ্কা রয়েছে, তেমনি অতিষ্ঠ হয়ে উঠেছে ভুক্তভোগিরা।

তবে ওষুধ কেনার জন্য টাকা তোলেন বলে জানালেন হাতির মাউত।

এ ব্যপারে শৈলকুপা থানা পুলিশেরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, তাদেরকে নিষেধ করে দেয়া হবে চাঁদাবাজি না করতে।  

আহমেদ নাসিম আনসারী/এফএ/জেআই