খালিদের বাবা জামায়াত নেতা নয়, দাবি ছাত্রলীগের
নাটোরের সিংড়ায় উপজেলা ছাত্রলীগের নব গঠিত কমিটির সভাপতি খালিদ হাসানের বাবা জামায়াত নেতা নয় বলে দাবি করে সংবাদ সম্মেলন করেছে ছাত্রলীগ।
বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ৩ ডিসেম্বর (শনিবার) সিংড়া গোল-ই আফরোজ কলেজ মাঠে জামজকমপূর্ণভাবে উপজেলা ছাত্রলীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে ভোটারদের প্রত্যক্ষ ভোটে উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন খালিদ হাসান। কিন্তু বেশ কয়েকটি গণমাধ্যমে জামায়াত নেতার ছেলেকে ছাত্রলীগের সভাপতি’ এই শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। কিন্তু নির্বাচিত খালিদ হাসানের বাবা রওশন আলী সিংড়া পৌর জামায়াতের আমীর নন বলে দাবি করা হয়।
এছাড়া উপজেলা ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি খালিদ হাসানের সামাজিক ও পারিবারিক মর্যাদা ক্ষুণ্ন করতেই বিশেষ স্বার্থান্বেষী মহলের ইন্ধনে এই সংবাদ পরিবেশিত হয় বলে অভিযোগ করা হয়। যেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয় সেখানে প্রকাশিত সংবাদে বলা হয়েছে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের পরামর্শক্রমে নতুন কমিটি নির্বাচিত হয়েছে।
এ ছাড়া নব-নির্বাচিত কমিটির সভাপতি খালিদ হাসানের বাবা উপজেলা জামায়াতের সভাপতি বলে উল্লেখ করা হয়েছে, যা সঠিক নয়। তারা প্রকাশিত এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ ওহিদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস সহ অন্যান্য নেতৃবৃন্দ।
রেজাউল করিম রেজা/এমএএস/আরআইপি