শ্বশুরবাড়ি থেকে প্রবাসীর মরদেহ উদ্ধার
ঝালকাঠির নলছিটিতে শ্বশুরবাড়ি থেকে আবু সাঈদ খান (৩৫) নামে এক দুবাই প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুই বছর আগে উপজেলার রানাপাশা ইউনিয়নের হদুয়া গ্রামের হাতেম আলী খানের ছেলে দুবাই প্রবাসী আবু সাঈদ খানের সঙ্গে পার্শ্ববর্তী মোল্লারহাট ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রামের হামেদ সিকদারের মেয়ে সনিয়া বেগমের বিয়ে হয়। বিয়ের পরপরই আবু সাঈদ কর্মস্থল দুবাই চলে যান। ১৫ দিন আগে তিনি দেশে ফিরেছেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি শ্বশুর বাড়িতে যান।
বুধবার সকালে আবু সাঈদের পরিবারের কাছে শ্বশুরবাড়ি থেকে ফোনে জানানো হয় তিনি অসুস্থ হয়ে মারা গেছেন। দুপুরে খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের ভেতর থেকে ওই প্রবাসীর মরদেহ উদ্ধার করে।
নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সুলতান মাহামুদ জানান, আবু সাঈদের গলায় ও শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বুধবার বিকেলে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা, নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে।
আতিকুর রহমান/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নকল দুধ তৈরির দায়ে কারখানা মালিকের এক বছর কারাদণ্ড
- ২ এলপিজি সংকটে সব গ্যাস স্টেশন বন্ধ, ভোগান্তিতে চালক-সাধারণ মানুষ
- ৩ কোটিপতি ‘ব্যবসায়ী’ তাহেরীর স্ত্রীর নামে কিছুই নেই
- ৪ মোড়কজাত নিবন্ধন না থাকায় দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
- ৫ ‘প্রত্যেক ভোটকেন্দ্রে ক্যামেরা থাকবে, লাইভ দেখা যাবে থানা থেকে’