ফরিদপুরে গোলাগুলিতে দুই ‘ডাকাত’ নিহত
ফরিদপুর সদর উপজেলার পিয়ারপুর নামক স্থানে গোলাগুলিতে ২ জন নিহত হয়েছেন। নিহতরা ডাকাত বলে জানিয়েছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১টার দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে পুলিশ ১টি নাইন এমএম পিস্তল, ২ রাউন্ড গুলি ও ৮টি হাতবোমা উদ্ধার করে।
কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিমউদ্দিন আহমেদ জানান, শহরতলীর ঢাকা-বরিশাল মহাসড়কের বাইপাসের পিয়ারপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুদল ডাকাত গোলাগুলিতে লিপ্ত হয়েছে এমন খবরে টহল পুলিশ ঘটনাস্থলে যায়।
এসময় পুলিশ ৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরবর্তীতে ঘটনাস্থলে দুইজনকে পড়ে থাকতে দেখে পুলিশ তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সিরাজুল ইসলাম জানান, নিহত দুইজনের শরীরে বুলেটের আঘাত রয়েছে। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। নিহত দুইজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
এসএম তরুন/এফএ/এআরএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাইবান্ধায় আ’লীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার দুই এসআই
- ২ বাণিজ্যমেলায় প্রতারণা-অনিয়মের অভিযোগে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৩ জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে: তারেক রহমান
- ৪ ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৭
- ৫ নারায়ণগঞ্জে শীতের রাতেও তারেক রহমানের অপেক্ষায় হাজারো মানুষ