মুক্ত দিবসে ‘রঙিন হলো আমাদের স্কুল’
৮ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবসে ‘রঙিন হলো আমাদের স্কুল’। দিবসটি উপলক্ষে ‘আমরাই ব্রাহ্মণবাড়িয়া’ নামে ফেসবুক ভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শহরের গর্ভমেন্ট মডেল গার্লস হাই স্কুলের সীমানা প্রাচীরের ব্লক বিজ্ঞাপনমুক্ত করে মুক্তিযুদ্ধের ছবি এঁকে রঙিন করে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টা ৮ মিনিটে জেলার আটজন বিশিষ্ট ব্যক্তি রঙিন হবে আমাদের স্কুল কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।
‘আমরাই ব্রাহ্মণবাড়িয়া’ সংগঠনের প্রতিষ্ঠাতা বিবর্ধন রায় ইমনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট চলচ্চিত্রকার মোর্শেদুল ইসলাম, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, সাবেক নারী ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা আলম, অভিনেতা ইরেশ জাকের, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, মুক্তিযোদ্ধা মো. শাহজাহান মিয়া, সোস্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট সোলাইমান সোখন ও গভ. মডেল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিক নাঈমা জান্নাত প্রমুখ।
সভায় বক্তারা ‘আমরাই ব্রাহ্মণবাড়িয়া’ সংগঠনের রঙিন হবে আমাদের স্কুল কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, দেয়ালে ছবি এঁকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকেই চিত্রায়িত করা হয়েছে। এতে করে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রঙিন হবে আমাদের স্কুল কার্যক্রমের সমন্বয়ক কাজল সাহা, সহ-সমন্বয়ক জেবিন ইসলাম, সংগঠনের সদস্য শাকিলা জাফর জেসি, অঙ্কুর রায়, মহিবুল হক প্রমুখ।
আজিজুল সঞ্চয়/এফএ/জেআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দোলা
- ২ এক স্বৈরাচারকে সরিয়ে নতুন স্বৈরাচারকে বসানোর জন্য গণঅভ্যুত্থান করিনি
- ৩ শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের দাফন সম্পন্ন
- ৪ ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
- ৫ জামায়াত প্রার্থী শিশির মনিরের নির্বাচনি প্রচারের গাড়ি ভাঙচুর